হাওজা নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, মোহাম্মদ আল-জোলানির নেতৃত্বে বিদ্রোহীদের ক্ষমতা দখলের পর একের পর এক বিমান হামলায় সিরিয়ার সামরিক শক্তি ধ্বংস ও বিশাল ভূখণ্ড দখল করার পর এবার পানি সম্পদের দিকে হাত বাড়িয়েছে ইহুদিবাদী ইসরায়েল।
সিরিয়া ও তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, দখলদার দেশটি ইতিমধ্যে সিরিয়ার কুনেইত্রা প্রদেশের আল-মান্তারা ও আল-ওয়াহদা বাঁধসহ ছয়টি প্রধান জলাধারের নিয়ন্ত্রণ নিয়েছে। এতে করে সিরিয়ার ৩০ শতাংশ এবং জর্ডানের ৪০ শতাংশ পানি ইসরায়েলের দখলে চলে গেছে।
বিদেশী মদদপুষ্ট বিদ্রোহী গোষ্ঠীটি লেবানন সীমান্তে আগ্রাসন চালিয়ে অন্তত ৩ জন লেবানিজ সেনা হত্যা করলেও সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের ক্রমাগত ধ্বংসজজ্ঞ ও দখলদারিত্বের বিরুদ্ধে এখনো তেমন কোনো হুঁশিয়ারি উচ্চারণ করেনি। উপর্যুপরি তারা একাধিকবার ইসরায়েলের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই বলে জানিয়েছে এবং ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দিয়েছে।
আপনার কমেন্ট